হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাটে কর্মস্থলগামীদের ভিড় থেমে নেই

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 

ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।' 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।' 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়