Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় মেসের কক্ষে ঝুলছিল জবি ছাত্রীর লাশ

  জবি প্রতিনিধি

পুরান ঢাকায় মেসের কক্ষে ঝুলছিল জবি ছাত্রীর লাশ
সাবরিনা রহমান শাম্মী। ছবি: ফেসবুক

রাজধানীর পুরান ঢাকা এলাকায় ছাত্রীনিবাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। আজ রোববার পুরান কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। ভোর সাড়ে ৪টার দিকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পর ভোর ছয়টার দিকে থানায় গিয়েছি। প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরবর্তীতে ঘটনাস্থলেও প্রেমিক এসেছিল।’

প্রক্টর আরও বলেন, ‘ শাম্মী একটি নোটও লিখে রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক, পুলিশের সঙ্গেও কথা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।’

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন