হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছিনতাইয়ে জড়িত সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ১২ নম্বর সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তপু চন্দ্ৰ ঘোষকে (সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। 

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার ডিবি পুলিশ পরিচয়ে তপু ঘোষের ছিনতাইকারী দল পরিচালনার সংবাদ ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। গত পাঁচ মাস ধরে এই দলের হোতা ছিলেন তপু। সোনারগাঁ ও নারায়ণগঞ্জ শহরে কোনো ব্যক্তি স্বর্ণ বিক্রি করতে এলে তাঁদের টার্গেট করে ছিনতাই করত তাঁরা। এ ঘটনায় গত ১৩ এপ্রিল তপুসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর ফাঁড়ি থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, পাঁচ মাস আগে তপু একটি ছিনতাইয়ের ঘটনার মীমাংসা করে দেন। সেখান থেকে তাঁর মাথায় পরিকল্পনা জাগে যে নিজেই ছিনতাইকারী দল গঠন করবেন। তাঁর সহযোগী কৃষ্ণচন্দ্র তাঁকে জানান, যেসব লোক স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করে নগদ টাকা নিয়ে যাবে, তাদের টার্গেট করে দেবেন তিনি। এরপর মাঝপথে ডিবি পরিচয়ে স্বর্ণ বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিতেন তাঁরা। গত পাঁচ মাসে তাঁরা প্রায় পাঁচটি ছিনতাই করেছেন বলে স্বীকার করেছেন জবানবন্দিতে। 

পুলিশ পরিদর্শক রেজাউল করিম আরও বলেন, ‘আসামিরা মূলত বন্দর ও সোনারগাঁ এলাকাতেই ডিবি পরিচয়ে ছিনতাই করতেন। পুলিশ হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাঁরা হাতে একটি ওয়াকিটকি ব্যবহার করতেন। সেই ওয়াকিটকি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭