হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বাস-গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

লেগুনার চালক নাজমুল বলেন, হঠাৎ ৮-১০ জন যুবক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য