হোম > সারা দেশ > নরসিংদী

সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২০ জন হাসপাতালে

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াতে খাবার খেয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশির ভাগই শিশু। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে সুন্নত খতনা উপলক্ষে একটি ভূরিভোজের আয়োজন করা হয়। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এতে ভাত, মুরগির রোস্ট, গরুর গোশত, ডাল ও দই খাবারের ব্যবস্থা ছিল। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে কমপক্ষে ২৬ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়। 

রোগীদের সঙ্গে আসা নলুয়া গ্রামের আসাদ মিয়া জানান, তিনি নিজেও দাওয়াত খেয়েছেন। তবে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। তিনি সেখানে গরুর মাংস খাননি। 

রোগী ও তাঁর সঙ্গের লোকজনের দাবি, সেখানকার দই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার্থে ভর্তিকৃতদের অধিকাংশের বয়সই ১১ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বলে জানা যায়। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, এখানে আসা রোগীদের প্রায় সবারই অসুস্থতা ছিল বমি। 

চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হীরনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এখন টুঙ্গিপাড়া আছেন। তার এলাকায় সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২৫ জন অসুস্থ হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এমদাদুল হক বলেন, হাসপাতালে ভর্তিকৃত অধিকাংশেরই পেট ব্যথা ও বমি হচ্ছে। খাবারের সমস্যা থেকে এমনটি হয়ে থাকতে পারে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭