হোম > সারা দেশ > ঢাকা

আসিফ মাহতাবকে গ্রেপ্তারের দাবি জাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। 

আজ বুধবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উসকানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’  

তাঁরা বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কূপমণ্ডূক বানানোর অপপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্মব্যবসায়ের প্রধান প্রতিবন্ধক, প্রধান শত্রু হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে চিহ্নিত করে আসছে। 

বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোও একই নীতিতে চলছে জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধিতার পাশাপাশি সব ধরনের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, মানবতা, মনুষ্যত্বের বিরোধিতা করে আসছে। 

উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধ-মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছিল।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন