ঢামেক প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু ঈশান (২২) ও মোজাহিদ (২৩)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে সজিবকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে বন্ধু মো. সোহেল জানান, সজিবের বাসা ডেমরার সারুলিয়ায়। গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি খেলাধুলার সামগ্রীর দোকানে কর্মচারী সে। তাদের আরেক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার রাতে। তারা বেশ কয়েকজন বন্ধু মিলে বকশিবাজার রোকেয়া কুঞ্জে নেমে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ২টা কিছু আগে সজিব কমিউনিটি সেন্টার থেকে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তার বাইকের পেছনে বসা ছিল ঈশান এবং আরেকটি বাইকে ছিল মুজাহিদ। এর কিছুক্ষণ পর জানতে পারেন, টিএসসিতে দুর্ঘটনা ঘটেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জানতে পেরেছি টিএসসি এলাকায় মুজাহিদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় সজীবের মোটরসাইকেলটি। এতে দুটি মোটরসাইকেল নিয়েই ৩ জন ছিটকে পড়ে। গুরুতর আহত হয় সজীব এবং ঈশান। মোজাহিদও কিছুটা আহত হয়। পথচারীরাই তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পরিবারের আবেদনে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে।