Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় ওসির অপসারণসহ বিচার দাবিতে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় ওসির অপসারণসহ বিচার দাবিতে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তাঁর অপসারণসহ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১০ মাস আগে মো. আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি শত শত নিরীহ মানুষকে জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার মিথ্যা অভিযোগ এনে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছেন। এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর গ্রেপ্তার-বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকেরাও রেহাই পাননি।

বক্তারা আরও বলেন, গত নির্বাচনের আগে একটি গায়েবি মামলায় কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক সামসুল হুদা লিটনকে মাসখানেক জেল খাটিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর বিনা কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তা ছাড়া মাদক নিয়ে সংবাদ প্রকাশসহ ফেসবুকে মন্তব্যের কারণে থানায় ডেকে নিয়ে একাধিক জ্যেষ্ঠ সাংবাদিককে গালাগাল করেছেন।

এ সময় স্থানীয় সাংবাদিকেরা ২৪ ঘণ্টার মধ্যে ওসির অপসারণসহ বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা: মামলার পর মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

মামা বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়ে হামলায় যুবক নিহত

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

দুদকের মামলায় আমানের আপিল শুনানি শেষ, রায় ৩০ এপ্রিল

শ্রীপুরে অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৫