হোম > সারা দেশ > ঢাকা

জুয়ার ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মাঝিকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে নৌকায় জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মন্নান (৫৭)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। তিনি বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া নৌকাঘাটের পাশে নদী থেকে মন্নানের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে লাশটি বরিশুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, আজ ভোরে কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙি নৌকায় বসে মন্নান, শামীমসহ আরও ৬-৭ জন মাঝি তাস খেলছিলেন। এ সময় ১০০ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হলে শামীম বইঠা দিয়ে মন্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেন। পরে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।

এসআই মুক্তার বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোনো সন্ধান পাইনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন