জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা
ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১ জন। আজ রোববার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত হাসপাতালে আসেন তারা। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আহতদের প্রায় সবার বয়স ১৫-২৪ বছরের মধ্যে। তারা সায়েন্স ল্যাব, জিগাতলা, ধানমন্ডি ২৭, সীমান্ত স্কয়ার, ধানমন্ডি ৪ কেবি স্কয়ারের সামনের এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। এদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।