Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

করিমগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে মরিয়ম বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। গতকাল সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের পুরান বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মরিয়ম ও জাকির হোসেনের দুই ছেলে ও মেয়ে রয়েছে। জাকির হোসেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্যানগাড়ি চালান। গতকাল সোমবার রাতে মরিয়ম চার ছেলেমেয়ে নিয়ে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঠান্ডা অনুভূত হওয়ায় কম্বল গায়ে জড়ানোর জন্য ঘুম থেকে ওঠে মেয়ে শান্তা (৮)। তখন ঘরে বাতি জ্বালানো ছিল। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে মাকে ঝুলতে দেখে সে চিৎকার শুরু করে। তার চিৎকারে ঘরে থাকা বাকিরাও ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। এরপর আশপাশের লোকজনও এসে জড়ো হয়। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ নামায়। রাতেই ঘটনাস্থলে মরিয়মের মা-বাবা আসেন। ভোরে মরিয়মের স্বামী জাকিরও নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। 

এ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘মরিয়ম বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সুরতহালে এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু