হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে যুবদলনেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন মো. রাব্বি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. রাব্বিকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাব্বিসহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সখীপুর প্রেসক্লাবে গিয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন রবিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

মারধরের শিকার মো. রাব্বি বলেন, গতকাল রাত ৮টার দিকে সাজ্জাত হোসেন রবিন নামের এক নেতা ফোন করে তাঁকে হাসপাতাল গেটের সামনে যেতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় সাজ্জাতের কথা অনুযায়ী তিনি হাসপাতালের গেটে যান। সেখানে গেলে ১৪-১৫ জন সন্ত্রাসী তাঁকে মারধর করে। একপর্যায়ে রাব্বি কৌশলে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আশ্রয় নেন। সেখানে ছাত্রলীগের একজন কর্মীকেও দেখেছেন, যে গত ৩ আগস্ট সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলেও হামলা করেছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র প্রতিনিধি সেলিম আল মামুন বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে আমাদের উপজেলা ও জেলা সমন্বয়কদের জানানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সখীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন মো. রাব্বি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সাজ্জাত হোসেন রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এক ভাগনের সঙ্গে রাব্বির ঝগড়া মীমাংসা করতে আমি তাঁকে ডেকেছিলাম। কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তারা আবার মারামারিতে জড়িয়ে পড়ে। পরে আমি গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যা হচ্ছে, এসব রাজনৈতিকভাবে আমাকে মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি