হোম > সারা দেশ > ঢাকা

শুধু চড়-থাপ্পড় দিয়ে ১১ কোটি টাকাসহ এটিএম বুথের গাড়ি ছিনতাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সাভারের আশুলিয়ায় যাচ্ছিল ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি। গাড়িতে ছিল পাঁচজন। ১০ থেকে ১২ জন ছিনতাইকারী তাদের চড়-থাপ্পড় দিয়ে টাকা ভর্তি গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। 

ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 

পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ছিল। মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া নিয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট সিকিউরিটি এজেন্সি। 

এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০-১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড় থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টাকার গাড়িটি ফেলে দিয়ে যায়।’ 

এর আগে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ১৫ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’ 

এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন