হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে জাটকা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অপারেশন অফিসার আমিনুল ইসলাম। 

তিনি বলেন, সোমবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০-এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। আড়তটিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। জব্দ করা জাটকা ইলিশ বিনা মূল্যে এতিমখানায় দান করা হয়েছে এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। 

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর মধ্যে মো. শামীম হোসেনকে নগদ ৫০ হাজার, মো. সবুর গাজীকে নগদ ৫০ হাজার, অতুল কৃষ্ণ দাসকে নগদ ৫০ হাজার, মো. আবু বক্করকে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য