নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার বলেন, ‘দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আর কে টাওয়ারে আগুন লাগার খবর পাই। বাংলামোটর এলাকার আশপাশে আমাদের একটি টহল টিম ছিল। মোট পাঁচটি ইউনিট এখন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্তে ক্ষয়ক্ষতিসহ বিষদ জানা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।