ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিকেল ৫টা ১৭ মিনিটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে আমাদের কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।’
তবে কীভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
কুর্মিটোলা ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, গাড়িটি হাইব্রিড (বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত গাড়ি)। তাই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে।
ঘটনাস্থলে গাড়ির কোনো আরোহীকে পাওয়া যায়নি। মালিকেরও কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিস।