হোম > সারা দেশ > ঢাকা

পন্টুন বিকল হওয়ার ৮ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি পারাপার শুরু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় আজ বৃহস্পতিবার ভোরে পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গেলে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ঈদে ঘরমুখী মানুষের চাপের মধ্যে বেলা দেড়টার দিকে ঘাটটি দিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে। 

ঘাটের দোকানদার ও স্থানীয়রা জানান, আজ ভোর ৫টার দিকে একটি ট্রাক পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের ফেরিতে উঠতে গেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আধা ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে ট্রাকটি সরাতে গেলে রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। তখন থেকেই ওই ঘাটটি দিয়ে পারাপার বন্ধ থাকে। তবে ৩ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। বেলা দেড়টার পর রেকার ও ট্রাকটি সরানোর পর আবার চলাচল শুরু হয়। 

বিকল হওয়া ট্রাকটির চালক মোখলেছ মিয়া বলেন, ট্রাকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিতে উঠতে গেলে বিকল হয়ে যায়। এরপর ট্রাকটি উদ্ধারের সময় রেকারটি উল্টে যায়। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, উল্টে যাওয়া রেকার ও বিকল হওয়া ট্রাকটি সেখান থেকে সরাতে কাজ দ্রুতই শেষ হলে ঘাটটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন