হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নারুয়া পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করা হয় বলেও অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাধিক মানুষ নারুয়া ইউনিয়ন পরিষদে ইট-পাটকেল নিক্ষেপ কর‍তে করতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে এসে হামলা চালায়। সেখানে হামলা ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। তারা খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে বৃহস্পতিবার দুপুরে আমার বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। এ সময় আমিসহ পরিবারের সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও বাড়ির জানালা, দরজা ও আসবাব ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় বাড়িতে ককটেল বিস্ফোরণ করে অগ্নিসংযোগ করে। এতে করে বাড়ির সব আসবাব পুড়ে যায়।’ 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করি। তবে কিছু দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য