যাত্রাবাড়ীতে নাশকতার প্রস্তুতিকালে পেট্রল বোমা, ককটেল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাব-১০।
আজ বৃহস্পতিবার রাত ৮ টায় দিকে যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের পঞ্চম তলার ছাদ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রুবেল (৩৩), মারুফ খান (২১), আল আমিন (২২) ও হৃদয় সরদার (২৫)।
র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন বৃহস্পতিবার রাত ৯টায় রায়হান সুপার মার্কেটের ছাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মোহাম্মদ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় আরও ৪ জন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।
মোহাম্মদ ফরিদ জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় রাজনৈতিক কর্মসূচির হরতাল অবরোধে তারা বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়। এ ছাড়া যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের এলাকায় নাশকতা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের জোর অভিযান চলছে।