জবি প্রতিনিধি
পৌষের বিদায়ক্ষণ আজ। বারো মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে শুরু হয়েছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। আজ শুক্রবার সূর্যোদয় থেকে পুরান ঢাকার বাসাবাড়ির ছাদে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসব। ঘুড়ি ওড়ানোর জন্য সুতা মাঞ্জা দেওয়া থেকে শুরু করে পিঠা বানানোর ধুম পড়েছে পুরান ঢাকায়।
সরেজমিনে দেখা যায়, সূর্যোদয়ের সঙ্গে আকাশে উড়ছে ঘুড়ি। বাসাবাড়ির ছাদে কিশোর-কিশোরীদের হৈহুল্লোড়। আকাশে দেখা যায় বিভিন্ন নামের ঘুড়ি, সঙ্গে ঘুড়ি সর্বোচ্চ ওপরে ওঠানোর প্রতিযোগিতা আর কাটাকাটির লড়াই।