Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১