মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান শুরু করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এই তথ্য জানান।
আব্দুল হামিদ মিয়া বলেন, গতকাল বুধবার ডুবে যাওয়া ফেরি উদ্ধারে জাহাজ হামজা অভিযান পরিচালনা করে। আজ দুপুর ১২টার দিকে রুস্তম নামের আরেকটি উদ্ধার জাহাজ স্পটে রেকি করেছে। এই জাহাজটিও কাজ শুরু করবে। ২৫০ টনের ইউটিলিটি ফেরি তুলতে প্রত্যয় লাগবে। প্রত্যয় গতকালই পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর ডুবুরি কর্মকর্তা শাহ পরান ইমন বলেন, ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। তবে নৌবাহিনীর ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আর দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকেও খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: