হোম > সারা দেশ > ফরিদপুর

বিদেশ যেতে টাকার জন্য নিজের বিক্রি করা গাড়ি চুরি যুবকের: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের একটি গ্যারেজ থেকে প্রাইভেটকার চুরির মামলায় মো. মেহেদী হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। বিদেশ যেতে টাকা জোগাড়ের জন্য নিজের বিক্রি করা প্রাইভেটকার তিনি চুরি করেছেন বলে জানায় পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার যুবক শরিয়তপুর জেলার ড্যামুডা উপজেলার সিঁধুলকুড়া এলাকার মাসুদ গাজীর ছেলে। ২০১৬ সালে ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ২০১৮ সালে উচ্চ শিক্ষার জন্য সাইপ্রাসে চলে যান। সেখানে কোর্স সম্পন্ন না করেই ২০২২ সালে দেশে চলে আসেন। এরপর সৌরভ নামে তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে শরিয়তপুরে ইটের ব্যবসা শুরু করে। 

প্রাইভেটকার চুরির কারণ হিসেবে উল্লেখ করে ওই যুবকের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ‘সে আবার বিদেশ যেতে চায়। কিন্তু তাঁর টাকার দরকার। এ জন্য সে প্রাইভেটকারটি চুরি করেছে।’ 

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট ওয়ারলেসপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে টোয়েটা কোরোলা ১০০ মডেলের প্রাইভেটকারটি চুরি হয় বলে মো. সাইফুল ইসলাম হৃদয় নামে আরেক যুবক কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর গত রোববার রাত সাড়ে ১১টার দিকে জাজিরার নাওডুবা এলাকায় একটি বাস থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য মতে ঢাকার রুপ নগরের ইস্টার্ন হাউজিংয়ের গ্রিন প্যালেস থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এক সময়ে চুরি হওয়া প্রাইভেটকারটির মূল মালিক ছিল গ্রেপ্তার যুবক ও সৌরভ নামে তাঁর খালাতো ভাই। তাঁরা দুজনেই প্রথমে শেয়ারে গাড়িটি কিনে। এরপর সৌরভ, রাব্বি নামে অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। ওই ব্যক্তি আবার ফরিদপুরের সাইফুল ইসলাম হৃদয়ের কাছে বিক্রি করে। এই সূত্রে গ্রেপ্তার মেহেদী হাসানের সঙ্গে সাইফুল ইসলাম হৃদয়ের পরিচয়ও হয়। এরপর সে কয়েকবার ফরিদপুরে এসে দেখেও গেছে গাড়িটি কোথায় রাখা হয়। একপর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে গাড়িটি চুরি করে নিয়ে যায়। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য