হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু নেই। এ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে একটা অপশক্তি। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’ 

আজ শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের (কে এন স্কুল) শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বেলা সাড়ে তিনটায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাচীন এই বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের সাফল্য কামনা করে ৩০ মিনিট বক্তব্য দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে।’ 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপসম্পাদক রফিকুল ইসলাম মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান প্রমুখ। 

পরে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে