Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ চেষ্টা ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহেরুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি অপসারণের আগে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

শিশুটি অবক্ষয় আর বিচারহীনতার বলি

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর

নিষিদ্ধ ৯ হিযবুত কর্মী রিমান্ডে, কারাগারে ১৩

ঢাবিতে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল

সিদ্ধিরগঞ্জে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী