জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ২২: ৩৮

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লার ছেলে, চলতি আন্দোলনের সময় রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ হত্যারও চেষ্টা করেন বলে অভিযোগ করেছে পুলিশ। 

গত শুক্রবার হাতিরঝিল থানা-পুলিশ রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

হাসান মওদুদকে গ্রেপ্তারের বিষয়ে আজ রোববার সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালীন হাতিরঝিল থানার উলন দাসপাড়ায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। 

এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। ওই মামলার তদন্তে হামলার ঘটনায় হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত