হোম > সারা দেশ > ঢাকা

আইসিইউতে বন্দী গুলিবিদ্ধ ইমনের স্বপ্ন, অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন টাঙ্গাইলের গোপালপুরের ইমন (১৮)। গত ৪ আগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় তিনি।

আহতাবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলীর ভাতিজা ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার জুলহাসের ছেলে। তিনি মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি হেমনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার দিন অ্যাম্বুলেন্স চালক আহত ইমনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত যেতে অস্বীকৃতি জানালে তাঁকে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিনেই খরচ হয় লাখ টাকা। অনেক কষ্টে সে টাকা জোগাড় করে তাঁর পরিবার। এরপর ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই আইসিইউ ইউনিটে ভর্তি আছেন ইমন।

ক্লাস সিক্সে পড়াকালে ইমনের ভ্যানচালক বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাঁকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন হাসপাতালের আইসিইউতে বন্দী। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।

ইমনের মা রিনা বেগম কান্না করতে করতে বলেন, ‘ওর বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। পড়াশোনা আর সারা দিন টিউশনির পাশাপাশি ছোট ভাইবোনগুলোকেও স্কুলে ভর্তি করায়। ওকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু আমার কথা শোনেনি। এর-ওর কাছ থেকে টাকা ধার করে চিকিৎসা করাচ্ছি। ডাক্তার বলেছেন, জ্ঞান ফিরলে পেটে অপারেশন করা লাগবে। অনেক টাকার প্রয়োজন।’

ইমনের চাচাতো ভাই নয়ন জানান, অনেক কষ্টে ইমনের মা টাকা জোগাড় করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করায়। টাকার অভাবে ইমনের চিকিৎসা বন্ধ হওয়ার পথে। তার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

সেকশন