রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষায় মোবাইল কোর্টের অভিযান চলছে। বাসের রুট পারমিট ও ফিটনেস ঠিক থাকলে বাসচালকের ড্রাইভিং লাইসেন্স ও বাসে অনুমোদনের চেয়ে বেশি সিট বাড়ানোর কারণে জরিমানা করা হচ্ছে।
আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা মুতাকাব্বির আহমেদ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, `অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যৌথ অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে বিভিন্ন পরিবহনের ব্যানারে চলাচল করা বাসের রুট পারমিট ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা চারজন বাসচালক, পাঁচজন সিএনজি ও কাভার্ড ভ্যানচালককে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছি। এসব চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির সিট বাড়ানোর অপরাধে এই জরিমানা করা হয়। আমাদের অভিযান আজ বিকেল পর্যন্ত চলমান থাকবে।'