হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পরিবহন

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে রাজধানী ছেড়ে আসা ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ঘাটে আসা মানুষের ভিড় বাড়তে থাকে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে কিছুক্ষণ পর পরই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসছে লঞ্চ। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার প্রায় ৬ গুন বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এসে ভিড়ছে। তবে ঢাকাগামী যাত্রীদের কোন চাপ নেই দৌলতদিয়া লঞ্চ ঘাটে। পাটুরিয়া থেকে আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে সামান্য কয়েকজন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট ত্যাগ করছে। ঘাটে কর্মরত আছে পুলিশসহ আনসার বাহিনীর একটি দল।

বিআইডব্লিউটিএ'র দৌলতদিয়া লঞ্চঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে।

দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়া সাইফুল ইসলাম বলেন, 'বাড়ির মানুষদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। পাটুরিয়া লঞ্চ ঘাটে এসে দেখি কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই। যত খুশি তত যাত্রী ওঠাচ্ছেন লঞ্চে। এমনটা করলে আর সামাজিক দূরত্ব কীভাবে মানা সম্ভব। এমনিতেই গাদাগাদি অবস্থা তারপরে আবার কিছু মানুষের মুখে মাস্কই নাই।'

এ ছাড়া যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। স্বল্প দূরত্বের অটোরিকশা, মাহেন্দ্র থেকে দূরপাল্লার সব বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেশি। পাটুরিয়া ঘাট থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে লঞ্চে যাত্রী ওঠাচ্ছেন সেভাবেই যাত্রী উঠছে। সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭