হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। তাঁর নাম মায়া গোমেজ (৬০)। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপড়া গ্রামের মৃত অন্তনী কস্তার স্ত্রী। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে কালীগঞ্জ থানার পুলিশ। 

এসআই আমিনুল জানান, মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে গাজীপুর থেকে মরদেহ থানায় আনা হলে খবর পেয়ে রাতে নিহতের ছেলে লাকী কস্তা থানায় গিয়ে উদ্ধার হওয়া লাশটি মায়া গোমেজের বলে শনাক্ত করেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে গত সোমবার সকাল ১০টার দিকে মায়া গোমেজ বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। 

এসআই জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওই এসআই।  

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি