Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদক ব্যবসায় জড়িত থাকার স্বীকারোক্তি মডেল পিয়াসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক ব্যবসায় জড়িত থাকার স্বীকারোক্তি মডেল পিয়াসার

ইয়াবার ব্যবসার সঙ্গে বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা নিজে জড়িত বলে স্বীকার করেছেন আদালতে। রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাইনুল ইসলাম এর কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খিলক্ষেত থানায় দায়ের করা এই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পিয়াসা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা গেছে, পিয়াসা জবানবন্দিতে বলেছেন, তিনি তার সহযোগী মিশু ও জিসানের সহযোগিতায় এই ব্যবসা করেন। মিশু ও জিসান তাকে ইয়াবা সরবরাহ করে থাকেন। পরে আসার বাসা থেকে এই ইয়াবা সমাজের বিশেষ শ্রেণির কিছু লোক সংগ্রহ করে নেয়। 
জবানবন্দিতে তিনি আরও বেশ কয়েকজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ী জড়িত বলে উল্লেখ করেছেন। 

রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়। 

এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬ শ' পিস ইয়াবা। এ ছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়। 

এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় পিয়াসাকে আসামি করা হয়। 

অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। এই মামলায় পিয়াসা জবানবন্দি দেন।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি