নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসে ১০০ শিশুহত্যার ঘটনা ঘটেছে। এ সময় নির্যাতনের শিকার হয়েছে ২০৬ শিশু। আজ সোমবার (৮ জুলাই) প্রকাশিত বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক) ‘ত্রৈমাসিক শিশু অধিকার প্রতিবেদন (এপ্রিল-জুন ২০২৪)’-এ এসব তথ্য উঠে এসেছে।
দেশের ১০টি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আত্মহত্যা করেছে ২৩ শিশু। ধর্ষণের শিকার হয়েছে ৭৬ মেয়ে শিশু এবং ৯ ছেলে শিশু। শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছে ৬২ শিশু।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হত্যার শিকার ১০০ শিশুর মধ্যে ৪৮ জনের বয়স ১৩-১৮ বছর। ২৩ জনের বয়স ৭-১২ বছর। ১৭ জনের বয়স ছয় বছরের নিচে। ১২ জনের বয়সের উল্লেখ নেই। নির্যাতনের শিকার ২০৬ শিকার মধ্যে ৭৩ জনের বয়স ৭-১২ বছর। ৪১ জনের বয়স ১৩-১৮ বছর। ১৬ জনের বয়স ৬ বছরের নিচে। আর ৭৬ জনের বয়সের উল্লেখ পাওয়া যায়নি।
আসক মনে করে, দেশের সামগ্রিক উন্নয়ন ও শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য শিশু অধিকার সম্পর্কে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে নাগরিক, পেশাজীবী ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ।