নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৮তম দিবস উপলক্ষে রাজধানীর নটর ডেম কলেজ এলাকায় শোভাযাত্রা করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শুক্রবার সাঁওতালদের বাদ্যযন্ত্র মাদল, বাঁশি, করতাল, টামাক বাজিয়ে এবং ঐতিহ্যবাহী পাঞ্চি পাড়হাট পোশাক পরে সাঁওতাল শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি নটর ডেম কলেজ থেকে মতিঝিলের শাপলা চত্বর ঘুরে আবার নটর ডেমে এসে শেষ হয়। এরপর নটর ডেম কলেজ অডিটোরিয়ামে সাঁওতাল ভাষায় গান পরিবেশন করেন শিল্পীরা।
পাঁচ বছর বয়সী সন্তান রড্রিক সাইরাস টুডুকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন অঞ্জলি হাজদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচনা সভা হলে তো একজন বলে আর সবাই শোনে, কিন্তু শোভাযাত্রায় সবাই অংশ নেয়। মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে। আমরা আমাদের সাঁওতালদের ঐতিহ্য তুলে ধরতে পারি। আমি ছোটবেলা থেকেই এ ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানেরাও ছোটবেলা থেকেই সাঁওতালদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে, সচেতন হতে পারছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পঞ্চম সরেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাবি ও অধিকারগুলো তুলে ধরতে পারি। আর আমরা তো সবাই একসঙ্গে থাকি না, কিন্তু এদিন সবাই একসঙ্গে হতে পারি। আমরা এদিন আনন্দ করি, একসঙ্গে খাওয়াদাওয়া করি। অনেক মজা হয়, খুব ভালো লাগে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি বদন মুরমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক মিল্কি সাদেক হাজদাসহ সংগঠনর প্রতিনিধিরা।