এলাকাবাসী এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনেও কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠটিতে শেষ পর্যন্ত থানা নির্মাণের উদ্দেশে দেয়াল তোলার কাজ শুরু করেছে পুলিশ। এবার মাঠটির সীমানা ঘেঁষে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে গাছ লাগিয়ে মাঠটি রক্ষা করার চেষ্টা করছেন।
আজ বুধবার দুপুরে গাছরোপন কর্মসূচিটি পালন করা হয়। এতে আন্দোলনকারী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং এই মাঠে খেলা শিশুরা অংশগ্রহণ করে।
আন্দোলনকারী সংগঠনসমূহ ও নাগরিকবৃন্দের মুখপাত্র আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাই মাঠটি সকলের জন্য উন্মুক্ত থাকুক এবং শিশুরা তাদের ইচ্ছামতো খেলতে পারুক।’