নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামীকাল রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কাওরান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পার্শ্ব, কাটাবন রোডের পশ্চিম পার্শ্ব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘন্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি অপসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তেজগাঁও রেল ক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজে ট্রায়াল শাট-ডাউন চলবে। এজন্য এসব এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ থাকবে।