হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নিল নৌকার সমর্থকেরা

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাম সারোয়ার কবিরের নয়ন মিয়া (২৫) নামে এক সমর্থকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আজ রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় নয়নের হাতের কবজি কেটে নেন নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। এদিন রাতে গুরুতর আহত ওই সমর্থককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ন চিত্রকোট ইউনিয়নের বাসিন্দা মো. জামালের ছেলে।

এ ব্যাপারে চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘নয়ন মিয়া আমাদের স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থক ছিলেন। তিনি রাজানগর এলাকা থেকে রুটি কিনে বাড়ি যাওয়ার পথে খালপাড় ব্রিজের সামনে গেলে নৌকার বিজয় মিছিল যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। এখন নয়ন মিয়া ঢাকা মেডিকেল ভর্তি রয়েছে। তবে নয়ন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘তিনি কোনো প্রার্থীর সমর্থক না। তিনি একজন পেশায় রাজমিস্ত্রি। তাঁর পাশের বাড়ির লোকজনের সঙ্গে হয়তো কোনো দ্বন্দ্ব হয়েছিল; তাই এই ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়