হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে লাগা এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধূপখোলা মাঠের পাশে ওয়াসার পানির লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছিল। সে সময় গ্যাসের লাইন লিকেজ হওয়ায় আগুনের এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াসার লাইনের কাজ চলছে ওই এলাকায়। সে সময় ওয়াসার কর্মীদের অসাবধানতার কারণে গ্যাসের লাইন লিকেজ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসেছিল। তারা আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিভে যায়।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিল। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে বলে জানান তিনি।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল