নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ছাড়া অভিযানে অংশ নেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মোট ২৬ জন জেলেকে চারটি নৌকাসহ আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে নড়িয়া ও জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।