হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাব সদর দপ্তরে মানবাধিকার বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে মানবাধিকারবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

মানবাধিকারবিষয়ক আইনকানুন সম্পর্কে ধারণা পেতে মানবাধিকারবিষয়ক সেমিনার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে আজ সোমবার এই সেমিনারের আয়োজন করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবে কর্মরত সব পদবির কর্মকর্তাদের মানবাধিকারবিষয়ক আইনকানুন সম্পর্কে ধারণা পেতে একটি সেমিনার আয়োজন করা হয়।

আলোচনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‍্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আলোচক হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক, সদর দপ্তরের সব পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া ভিটিসির মাধ্যমে র‍্যাবের ব্যাটালিয়নসমূহের সব কর্মকর্তা আলোচনায় অংশ নেন।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রাজা ঢাকায় গ্রেপ্তার

রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

সেকশন