হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।

গেটকিপাররা জানিয়েছেন, সাত-আট মাস যাবৎ তাঁরা বেতন পান না। অসংখ্যবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। অবস্থান কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তাঁরা নিয়োগ কমিটির সদস্যসচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।

গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এত দিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাত-আট মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত আট মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয় নাই। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এ ছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।’

অন্যরা বলছেন, ‘আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। আট মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেলভবনে আমাদের যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করে নাই।’

গেটকিপাররা অভিযোগ করেন, ‘কর্মস্থলে পানি, বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কাজ করা কঠিন। আমাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।’

গেটকিপারদের দাবি, তাঁদের বেতন দ্রুত পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হোক।

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

সেকশন