হোম > সারা দেশ > ঢাকা

কুয়েট শিক্ষকের মৃত্যু অস্বাভাবিক হলে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. সেলিম আহমেদের মৃত্যুতে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর (কুয়েট অধ্যাপক সেলিম আহমেদ) মৃত্যু অস্বাভাবিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৩০ নভেম্বর বিকেলের দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, কিছু ছাত্রের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। 

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তায় অধ্যাপক সেলিম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পরে তাঁরা অধ্যাপককে অনুসরণ করেন। তাঁদেরসহ তড়িৎ প্রকৌশল ভবনে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন অধ্যাপক সেলিম। প্রায় ৩০ মিনিট পর তাঁরা সেখান থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর অধ্যাপক সেলিম সেখান থেকে বের হয়ে বাসায় যান। 

ওই শিক্ষকের স্ত্রী বলেন, বাসায় ফেরার পর সেলিম টয়লেটে যান। বের হতে দেরি হওয়ায় তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তাঁর স্বামী। সেখান থেকে  তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক সেলিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম (জরুরি) সভায় উত্থাপন করা হয়। সেখানে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। 

এরই মধ্যে কুয়েট বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছেড়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন