Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় ফখরুল ও খসরুর রিমান্ড আবেদন শুনানি সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় ফখরুল ও খসরুর রিমান্ড আবেদন শুনানি সোমবার

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে। 

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। 

২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে এবং ১০ মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার না দেখানোর কারণে গত ১৩ ডিসেম্বর তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেন। এর পরদিন এক মামলায় দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুল ও আমির খসরু এই মামলায় এজাহারনামীয় আসামি। এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা-হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা নাশকতামূলক কার্যক্রমে অংশ নেন। 

রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার রহস্য উদ্‌ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৫

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই