হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি করায় ওমর ফারুক (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহী জেলার গোদাবাড়ি এলাকার সেকান্দর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি ফারুক পলাতক ছিলেন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। এই ঘটনায় জিহানের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। 

রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, মামলায় চারজন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত একজনকে ১৪ বছরের কারাদণ্ড ও দুজনকে খালাস দেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য