মানিকগঞ্জের আশা মনি ও উম্মে সুলতানা উষা নামে দুই বোন ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাঁরা জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
অন্যদিকে উম্মে সুলতানা উষা একই স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সাভার মডেল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
এই প্রতিনিধির কাছে দুই বোন জানিয়েছেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান।