গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১৩ মামলার আসামি তাহিন শেখকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ।
গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছেন। এসব বিষয়ে তাঁর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খোরশেদ আলম আরও বলেন, গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।