হোম > সারা দেশ > ঢাকা

স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথ বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী কলেজ থেকে মিছিল নিয়ে মির্জাপুর বাজারের চার রাস্তায় এসে বিক্ষোভ শুরু করে। পরে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে অভিভাবক ও শিক্ষকরাও অংশ নেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে বর্তমানে দুই হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ প্রতিষ্ঠানের সভাপতি। 

এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের দুটি রাস্তা থাকলেও পূর্ব দিকের রাস্তাটি বেশি ব্যবহার করা হয়। স্কুল প্রতিষ্ঠার পর তৎকালীন মন্ত্রী স্থানীয়দের কাছ থেকে জমি নিয়ে রাস্তাটি তৈরি করে দিয়েছিলেন। জমিদাতারা মারা গেলে তাঁদের ওয়ারিশরা কয়েক বছর ধরে স্কুলটির রাস্তা দখলের পাঁয়তারা করছিলেন। কয়েক দিন ধরে রাস্তাটি দখল করে পাইলিং করে মার্কেট নির্মাণ শুরু করেন মির্জাপুর এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। 

স্থানীয় লোকজন, কলেজ কর্তৃপক্ষসহ অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ কারণে শিক্ষার্থীরা প্রবেশ পথ চালু রাখা ও মার্কেট নির্মাণ বন্ধ করার দাবিতে আন্দোলন শুরু করেছে। 

কলেজের অধ্যক্ষ সনোয়ার হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানে প্রবেশের মূল রাস্তাটি বন্ধ করে মার্কেট নির্মাণ করায় চলাচলের অসুবিধা হচ্ছে। এ জন্য শিক্ষার্থীরা আন্দোলনে বাধ্য হয়েছে। আমরার শিক্ষার্থীদের সঙ্গে একমত। আমরা চাই পুরোনো প্রবেশ চালু রেখে মার্কেট নির্মাণ বন্ধ করা হোক।’

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন