হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ী আড়তে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮, প্রধান আসামি কাউন্সিলর মাসুম

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লাকে প্রধান আসামি করে মামলা করেছেন ইমরানের স্ত্রী পপি আক্তার। এ মামলায় ২২ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিল মিয়া (২৪), মোস্তাকিন (২৮), শুভ (২৪), আরিফ (৩৮), রমজান মাল্লা (৩৭), রাসেল, আরিফ ও সহিদ।

সোমবার রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী বড় কাঁচাবাজার আড়তের সামনে টোল আদায়কালে ছুরিকাঘাতে নিহত হন ইমরান। যার মামলা নং ৭৪।

মামলার বাদী পপি আক্তার এজাহারে উল্লেখ করেন, তাঁর স্বামী পণ্য লোড-আনলোডিংয়ের টোল আদায়কারী শ্রমিক ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে টোল আদায় করার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার নির্দেশে তাঁর লোকজন আমার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর সহকর্মী শাহাদাত ও ছিদ্দিক এগিয়ে গেলে তাঁদেরকেও ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার স্বামী ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ইমরানের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। বিক্ষোভ শেষে তাঁরা অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম আজকের পত্রিকাকে বলেন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যার ঘটনায় ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। এর মধ্যে এজাহারনামীয় ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা হবে।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে