হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান।

তিনি বলেন, সেখানে ওই দুই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে আরও দুজন আগে থেকেই ছিলেন। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী