নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় সানি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটায় মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সানি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আরমান মিয়ার ছেলে। স্থানীয় তাহেরুল উলুম নারায়ণপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিল সে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিশু মাদ্রাসার ছুটির পর নারায়ণপুর বাসস্ট্যান্ডে বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে মহাসড়কটি অতিক্রম করতে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি সিলিন্ডারবোঝাই ট্রাক শিশুটিকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে ১০-১৫ গজ দূরে নিয়ে গিয়ে থামে। এতে গুরুতর আহত হয় ওই শিশু। প্রথমে তাকে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা চালক ও ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিশুটির দাদা গছিকিন মিয়া জানান, সানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা সোয়া একটায় দুর্ঘটনাটি ঘটে। আহত ওই শিশুটিকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালক থানা হেফাজতে আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’