বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফেয়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সারজিস আলমকে ট্যাগ করে লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু সারজিস! তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। ভালোবাসা ও সুন্দর মুহূর্তে ভরে উঠুক তোমার জীবন।’
সারজিস আলমের একাধিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আজকের পত্রিকাকে বলেন, সারজিসের স্ত্রীর বাড়ি বরগুনায়। আজ শুক্রবার বাদ আসর গাজীপুরের একটি মসজিদে বিয়ের আকদ সম্পন্ন হয়।